প্রকাশিত: Sat, Jul 29, 2023 8:52 PM আপডেট: Mon, Jan 26, 2026 7:22 AM
[১]রাজধানীতে ‘না’ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি
রিয়াদ হাসান: [২] সরকার পতনের চলমান এক দফার প্রতি সংহতি ও নিজস্ব ২ দফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই মিছিল করেছে এবি পার্টি। বর্তমান সরকারকে অবৈধ, বেআইনী ও ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করে তাদের সকল কর্মকাণ্ড কে ‘না’ বলার আহ্বান ছিল এই মিছিলের মূল প্রতিপাদ্য।
[৩] শনিবার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু করে দলীয় নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হন।
[৪] এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত কয়েকমাস ধরে আমরা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো যে নিয়মতান্ত্রিক কর্মসূচি দিচ্ছি, আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর কাউন্টার কর্মসূচি দিচ্ছে। এটা ক্ষমতাসীনদের চরম নৈতিক পরাজয়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা সেটা বুঝতে পারছে না।
[৫] তিনি বলেন, আজকে বিএনপির কর্মসূচি চলাকালে নেতাদের ওপর ন্যাক্কারজনক হামলা ও গ্রেপ্তার প্রমাণ করে সরকার দেশে একটা সংঘাত ও গৃহযুদ্ধ বাঁধাতে চায়।
[৬] অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, যেনতেনভাবে দেশের ক্ষমতায় থাকার আকাক্সক্ষা শেখ হাসিনাকে বেসামাল করে দিয়েছে। বিদেশিদেরকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে সুযোগ করে দিয়েছে, যেটার পুরো দায় বর্তমান অবৈধ সরকারের।
নির্যাতন করে কোন একদলীয় স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি, হাসিনা সরকারেরও হবে না।
[৭] সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মিনার বলেন, সরকারী দল শান্তি মিছিল নামে অশান্তি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকেও সারা শহর জুড়ে পুলিশ-ছাত্রলীগ যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, হাজার হাজার বিরোধী দলীয় নেতা-কর্মীদের রাবার বুলেট দিয়ে আহত করছে, নেতাদেরকে যেভাবে রক্তাক্ত করেছে তা শুধু একদলীয় বাকশালের সাথেই তুলনাযোগ্য।
[৮] দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় ‘না’-মিছিলে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আনোয়ার সাদাত টুটুল, আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি